Showing posts with label Suhed khan info Suhed khan blog Suhed khan Fb Suhed khan YouTube channel how to red blog. Show all posts
Showing posts with label Suhed khan info Suhed khan blog Suhed khan Fb Suhed khan YouTube channel how to red blog. Show all posts

Monday, November 15, 2021

তোমারে পাইয়া গেলে শালার বিরাট সমস্যা হইয়া যাইতো।

আমার কাছ থেকে যাওয়ার পর থেকে তোমার সকাল শুরু হয় ফ্রান্সের বিখ্যাত পাঁচ তারকা হোটেলে শত পাউন্ডের কফির চুমুকে।  


ভাগ্য ভাল তোমার, আমার সন্ধ্যা সকালে পাঁচ টাকা দামের সস্তা চায়ে  হাজার টাকার লিপিস্টিক দেওয়া ঠোট তোমার ভেজাতে হয়নি॥


আমার সাথে থাকলে হয়তো দুপুরের কঠিন 

গরমের রিকশায়, ট্রাফিক পয়েন্টে ট্রাফিক সিগন্যালে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, আমি তোমাকে কোটি টাকার বিলাসবহুল গাড়িতে ঠান্ডা বাতাসের ছোঁয়া দিতে পারতাম না।


ইদানীং তোমার পয়সা ওয়ালা স্বামীর খুব বেশি খেয়াল নিচ্ছ শুনলাম, যেমনটা প্রথমে আমার খেয়াল  নিয়েছিলে তুমি, সম্পর্ক শুরুতেই যে কথা গুলি আমাকে বলেছো, সেই একি কথা কী তোমার স্বামীকে বলছো,


না কি কথায় ভালবাসা বদল হয়েছে,?


আসলে তোমারে পাইয়া গেলে বিরাট সমস্যা হইয়া যাইতো, বন্ধু গুলি কথার ফাঁকে প্রেমিকার গল্প শুনতে চায়, তাদের গল্প বলার জন্য তোমাকে না পাওয়ার প্রয়োজন ॥


তোমাকে পেয়ে গেলে হয়তো প্রতিদিন রাতের ধোঁয়া উড়ানো আকাশের তাঁরাবাতি দেখা হতো না।॥