Sunday, August 8, 2021

টিকটক ভাইরাস


 টাকার ব্যাপারটা মজার।দেখেন দুইদিন আগে টিকটকের রেটিং ১.৬ এ নামানো পাবলিকরা এটার রেটিং বর্তমানে ৪ এর উপরে নিয়ে গেছে।টাকার বিনিময়েই এরা টিকটকের এমন প্রচার করছে যে প্লে স্টোরের এই সপ্তাহের সর্বোচ্চ ডাউনলোড দেওয়া এপস হইলো টিকটক।


আমি হালাল হারামের প্রসঙ্গে যাইতেছি না।আমার কথার দিকটা হইলো টাকা আপনারে দিয়া সবকিছু করায় নিতে পারবে।কেউ যদি আপনারে মেতরের কাজ মাসে ১ লাখ টাকা বেতনে করতে বলে আপনার মাইন্ড তখন রেসপেক্টের কথা না ভেবে টাকার অংকের কথাটাই আগে ভাবাবে আপনারে।


আপনি যদি শত কোটি টাকারও মালিক হোন তবুও আপনার টাকা দরকার।টাকা আপনার মস্তিষ্ক যখন দখল করে নিবে তখন আপনার কোনো মোটিভেশন কাজে দিবে না।টাকা যদি সুখ কিনতে নাও পারে তবুও আপনার টাকা লাগবেই।


জীবনে এই সত্যটারে গ্রহণ করে নেন যে সর্বাবস্থায় টাকার বিকল্প শুধুমাত্র টাকা।এটা যখন আপনার পকেটে থাকবে তখন আপনি বাদশা নয়তো বেশ্যাও না।

No comments: