Friday, August 27, 2021

মৃত্যুর ভয়ে আত্মাহত্যা

একটা মানুষ সুইসাইট করার পর সোসার্ল মিডিয়া সস্তা আবেগ দেখানো মানুষ গুলির মায়া কান্না দেখলে খুব অবাক লাগে, মানুষ খুব যত্ন সহকারে মিথ্যা ভালোবাসা দেখাতে পারে মিথ্যা আবেগ প্রকাশ করতে পারে, তার ব্যাস্তব প্রমাণ পাওয়া যায়, সুইসাইট করা ব্যাক্তিকে নিয়ে ফেইসবুকে লম্বা চওড়া পোস্ট দেওয়ার পর ছোট করে লিখে দেয় আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন, এই ছোট একটি বিষয় খুব বেশি ভাবায় আমায় স্রষ্টা নিজেই যেখানে বলছেন আত্মাহত্যা করা ব্যাক্তির জন্য কোনো ক্ষমা নেই, সে সুইসাইট করেছে তার নিজ সিদ্ধান্তে সে অটল বিশ্বাসী ছিল নিজেকে নিজে শেষ করে দেওয়াই মুক্তি যে নিজে মুক্তির পথ মৃত্যু বেছে নিয়েছে, তার পক্ষে স্রষ্টার কাছে সাফাই গাওয়া ব্যাক্তিগুলি এক অদ্ভুত ধরনের প্রাণী যা দেখতে অবিকল মানুষের মতো, যে নিজেকে নিজেই শেষ করে দেয় তার জন্য কখনও ভালোবাসা জন্ম নেবে না মনে, তার জন্য ঘৃণা থাকবে, তার জন্য অভিশাপ থাকবে আমি চাইবো স্রষ্টার কাছে সে লক্ষ কোটি বছর জ্বলতে থাকুক জাহান্নামের আগুনে। কারণ সে ছিলো একজন সার্থপর বন্ধু ছিল সার্থপর সন্তান, সে বিশ্বাস ভেগেছে তার বাবার হত্যা করেছে মায়ের স্বপ্ন, ভাই হারা করেছে তার বোনকে, ছেলে হারা করেছে তার মা বাবা কে, তার কাছে দামি ছিল শুধু মাত্র তার প্রেমিকার ভালোবাসা, সে মাত্র নিদিস্ট একজন মানুষের প্রেমে আশক্ত ছিল, তার প্রিয় লিস্টে অন্য কেউ ছিল না, শুধুমাত্র নির্দিষ্ট একটি মানুষের ধ্যানে মগ্ন ছিল সে, অন্য কেউ তার জীবনে গুরুত্বপূর্ণ নয়, তাই এই আত্মাহত্যা করা মানুষটির জন্য, সস্তা আবেগ না দেখিয়ে, মারগায়া মাদারসুদ, বলে শান্তিতে একবার নিশ্বাসনিন, কারণ শ্বাস নেওয়ার মত সুন্দর শান্তি পৃথিবীতে দুটো নেই॥<
facebook suhed khan

No comments: