Friday, August 27, 2021

মানুষের জন্য বেঁচে থাকার আনন্দ

সময় যত যাচ্ছে বয়স ততই বাড়ছে, দিন যাচ্ছে দিন আসছে, দেখেছি এক প্লেট ভাতের জন্য আহাজারি। আহ মানুষের পেঠের খিদার যন্ত্রণা কতখানি ভয়ঙ্কর একবেলা না খেয়ে থাকলে বুঝা যায় না। আমার সাধ আছে কিন্ত সাধ্য নেই॥ আমি চাই মানুষের মুখে আহার তুলে দিতে, ঠিকানাহীন মানুষ গুলিকে একটি পরিচয় দিতে, রাস্তায় ফেলে যাওয়া জান্নাত গুলিকে আশ্রয় দিতে, পাপিস্ট সন্তান যে পাপ করেছে তার মাকে রাস্তায় ফেলে গিয়ে, আমি সেই সুযোগ কাজে লাগাতে চাই, দোয়া ও ভালোবাসা লুটে নিতে চাই, আমি স্বপ্ন দেখি হাজারও মায়েরা মাথায় হাত দিয়ে মন খুলে দোয়া করছে স্রষ্টার নিকট। বার বার বলছে বাবা বেঁচে থাকো শতবছর বড় হই অনেক বড় হউ । এই দোয়ায় কোনো ভেজাল নেই, এই ভালবাসায় চাওয়া পাওয়ার কোনো শর্ত নেই॥ আমি নিশ্চুপ হয়ে আছি এত ভালোবাসা এত দোয়া পাওয়া ভ্যাগের বেপার। টাকা দিয়ে নয় এটা ভালবাসা দিয়ে অর্জন করবো একদিন ইনশাল্লাহ।

No comments: