Monday, November 15, 2021

তোমারে পাইয়া গেলে শালার বিরাট সমস্যা হইয়া যাইতো।

আমার কাছ থেকে যাওয়ার পর থেকে তোমার সকাল শুরু হয় ফ্রান্সের বিখ্যাত পাঁচ তারকা হোটেলে শত পাউন্ডের কফির চুমুকে।  


ভাগ্য ভাল তোমার, আমার সন্ধ্যা সকালে পাঁচ টাকা দামের সস্তা চায়ে  হাজার টাকার লিপিস্টিক দেওয়া ঠোট তোমার ভেজাতে হয়নি॥


আমার সাথে থাকলে হয়তো দুপুরের কঠিন 

গরমের রিকশায়, ট্রাফিক পয়েন্টে ট্রাফিক সিগন্যালে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, আমি তোমাকে কোটি টাকার বিলাসবহুল গাড়িতে ঠান্ডা বাতাসের ছোঁয়া দিতে পারতাম না।


ইদানীং তোমার পয়সা ওয়ালা স্বামীর খুব বেশি খেয়াল নিচ্ছ শুনলাম, যেমনটা প্রথমে আমার খেয়াল  নিয়েছিলে তুমি, সম্পর্ক শুরুতেই যে কথা গুলি আমাকে বলেছো, সেই একি কথা কী তোমার স্বামীকে বলছো,


না কি কথায় ভালবাসা বদল হয়েছে,?


আসলে তোমারে পাইয়া গেলে বিরাট সমস্যা হইয়া যাইতো, বন্ধু গুলি কথার ফাঁকে প্রেমিকার গল্প শুনতে চায়, তাদের গল্প বলার জন্য তোমাকে না পাওয়ার প্রয়োজন ॥


তোমাকে পেয়ে গেলে হয়তো প্রতিদিন রাতের ধোঁয়া উড়ানো আকাশের তাঁরাবাতি দেখা হতো না।॥


Friday, August 27, 2021

মানুষের জন্য বেঁচে থাকার আনন্দ

সময় যত যাচ্ছে বয়স ততই বাড়ছে, দিন যাচ্ছে দিন আসছে, দেখেছি এক প্লেট ভাতের জন্য আহাজারি। আহ মানুষের পেঠের খিদার যন্ত্রণা কতখানি ভয়ঙ্কর একবেলা না খেয়ে থাকলে বুঝা যায় না। আমার সাধ আছে কিন্ত সাধ্য নেই॥ আমি চাই মানুষের মুখে আহার তুলে দিতে, ঠিকানাহীন মানুষ গুলিকে একটি পরিচয় দিতে, রাস্তায় ফেলে যাওয়া জান্নাত গুলিকে আশ্রয় দিতে, পাপিস্ট সন্তান যে পাপ করেছে তার মাকে রাস্তায় ফেলে গিয়ে, আমি সেই সুযোগ কাজে লাগাতে চাই, দোয়া ও ভালোবাসা লুটে নিতে চাই, আমি স্বপ্ন দেখি হাজারও মায়েরা মাথায় হাত দিয়ে মন খুলে দোয়া করছে স্রষ্টার নিকট। বার বার বলছে বাবা বেঁচে থাকো শতবছর বড় হই অনেক বড় হউ । এই দোয়ায় কোনো ভেজাল নেই, এই ভালবাসায় চাওয়া পাওয়ার কোনো শর্ত নেই॥ আমি নিশ্চুপ হয়ে আছি এত ভালোবাসা এত দোয়া পাওয়া ভ্যাগের বেপার। টাকা দিয়ে নয় এটা ভালবাসা দিয়ে অর্জন করবো একদিন ইনশাল্লাহ।

মৃত্যুর ভয়ে আত্মাহত্যা

একটা মানুষ সুইসাইট করার পর সোসার্ল মিডিয়া সস্তা আবেগ দেখানো মানুষ গুলির মায়া কান্না দেখলে খুব অবাক লাগে, মানুষ খুব যত্ন সহকারে মিথ্যা ভালোবাসা দেখাতে পারে মিথ্যা আবেগ প্রকাশ করতে পারে, তার ব্যাস্তব প্রমাণ পাওয়া যায়, সুইসাইট করা ব্যাক্তিকে নিয়ে ফেইসবুকে লম্বা চওড়া পোস্ট দেওয়ার পর ছোট করে লিখে দেয় আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন, এই ছোট একটি বিষয় খুব বেশি ভাবায় আমায় স্রষ্টা নিজেই যেখানে বলছেন আত্মাহত্যা করা ব্যাক্তির জন্য কোনো ক্ষমা নেই, সে সুইসাইট করেছে তার নিজ সিদ্ধান্তে সে অটল বিশ্বাসী ছিল নিজেকে নিজে শেষ করে দেওয়াই মুক্তি যে নিজে মুক্তির পথ মৃত্যু বেছে নিয়েছে, তার পক্ষে স্রষ্টার কাছে সাফাই গাওয়া ব্যাক্তিগুলি এক অদ্ভুত ধরনের প্রাণী যা দেখতে অবিকল মানুষের মতো, যে নিজেকে নিজেই শেষ করে দেয় তার জন্য কখনও ভালোবাসা জন্ম নেবে না মনে, তার জন্য ঘৃণা থাকবে, তার জন্য অভিশাপ থাকবে আমি চাইবো স্রষ্টার কাছে সে লক্ষ কোটি বছর জ্বলতে থাকুক জাহান্নামের আগুনে। কারণ সে ছিলো একজন সার্থপর বন্ধু ছিল সার্থপর সন্তান, সে বিশ্বাস ভেগেছে তার বাবার হত্যা করেছে মায়ের স্বপ্ন, ভাই হারা করেছে তার বোনকে, ছেলে হারা করেছে তার মা বাবা কে, তার কাছে দামি ছিল শুধু মাত্র তার প্রেমিকার ভালোবাসা, সে মাত্র নিদিস্ট একজন মানুষের প্রেমে আশক্ত ছিল, তার প্রিয় লিস্টে অন্য কেউ ছিল না, শুধুমাত্র নির্দিষ্ট একটি মানুষের ধ্যানে মগ্ন ছিল সে, অন্য কেউ তার জীবনে গুরুত্বপূর্ণ নয়, তাই এই আত্মাহত্যা করা মানুষটির জন্য, সস্তা আবেগ না দেখিয়ে, মারগায়া মাদারসুদ, বলে শান্তিতে একবার নিশ্বাসনিন, কারণ শ্বাস নেওয়ার মত সুন্দর শান্তি পৃথিবীতে দুটো নেই॥<
facebook suhed khan

Sunday, August 8, 2021

টিকটক ভাইরাস


 টাকার ব্যাপারটা মজার।দেখেন দুইদিন আগে টিকটকের রেটিং ১.৬ এ নামানো পাবলিকরা এটার রেটিং বর্তমানে ৪ এর উপরে নিয়ে গেছে।টাকার বিনিময়েই এরা টিকটকের এমন প্রচার করছে যে প্লে স্টোরের এই সপ্তাহের সর্বোচ্চ ডাউনলোড দেওয়া এপস হইলো টিকটক।


আমি হালাল হারামের প্রসঙ্গে যাইতেছি না।আমার কথার দিকটা হইলো টাকা আপনারে দিয়া সবকিছু করায় নিতে পারবে।কেউ যদি আপনারে মেতরের কাজ মাসে ১ লাখ টাকা বেতনে করতে বলে আপনার মাইন্ড তখন রেসপেক্টের কথা না ভেবে টাকার অংকের কথাটাই আগে ভাবাবে আপনারে।


আপনি যদি শত কোটি টাকারও মালিক হোন তবুও আপনার টাকা দরকার।টাকা আপনার মস্তিষ্ক যখন দখল করে নিবে তখন আপনার কোনো মোটিভেশন কাজে দিবে না।টাকা যদি সুখ কিনতে নাও পারে তবুও আপনার টাকা লাগবেই।


জীবনে এই সত্যটারে গ্রহণ করে নেন যে সর্বাবস্থায় টাকার বিকল্প শুধুমাত্র টাকা।এটা যখন আপনার পকেটে থাকবে তখন আপনি বাদশা নয়তো বেশ্যাও না।